Header Ads Widget

টিকটক অ্যাকাউন্ট ডিলিট না করায় মেয়েকে হত্যা করলেন বাবা!

 


টিকটক অ্যাকাউন্ট ডিলিট না করায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে গুলি করে হত্যা করেছেন তার বাবা। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।


শুক্রবার (১১ জুলাই) পাকিস্তান পুলিশ এ মর্মান্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।


 

পুলিশ জানিয়েছে, ওই কিশোরীর বাবা জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক ব্যবহার না করার জন্য মেয়েকে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু মেয়ে নির্দেশ না মানায় তাকে গুলি করে হত্যা করা হয়।

 

পুলিশের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, প্রাথমিকভাবে ওই হত্যাকাণ্ডকে আত্মহত্যা হিসেবে উপস্থাপন করতে চেয়েছিল পরিবার। তবে তদন্তে বেরিয়ে আসে-বাবা নিজেই গুলি করে মেয়েকে হত্যা করেছেন এবং ঘটনাটিকে ‘অনার কিলিং’ বা পরিবারের সম্মান রক্ষার নামে খুন বলে উল্লেখ করা হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত বাবাকে গ্রেফতার করা হয়েছে


এটি পাকিস্তানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক নারকীয় হত্যাকাণ্ডের মধ্যে নতুন সংযোজন। গত মাসেও এক ১৭ বছর বয়সি টিকটক ইনফ্লুয়েন্সার সানা ইউসুফ-যার লাখ লাখ অনুসারী ছিল-নিজ বাড়িতে খুন হন।

 

এএফপি বলছে, পাকিস্তানে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক অনেক নারীর জন্য আয়ের উৎস এবং আত্মপ্রকাশের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। পাকিস্তান এমন একটি দেশে, যেখানে মাত্র ২৪ শতাংশ নারী আনুষ্ঠানিক অর্থনীতিতে অংশগ্রহণ করেন, সেখানে টিকটক এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। তবে চ্যালেঞ্জও রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ