Header Ads Widget

আরেকটি আন্দোলনের জন্য প্রস্তুত হতে বললেন নাহিদ

 


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত ১৬ বছরের সবচেয়ে বেশি দলীয়করণ হয়েছে নির্বাচন কমিশনে। সবচেয়ে ভেঙে পড়া প্রতিষ্ঠান নির্বাচন কমিশন। তারা তিনটি নির্বাচনকে নস্যাৎ করেছে, ভোটাধিকার নস্যাৎ করেছে। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করতে হবে। গণঅভ্যুত্থানের পরও যদি এটি সংস্কার না হয় তাহলে এ দেশের ভবিষ্যত অন্ধকার। কিন্তু গণঅভ্যুত্থানের নেতারা ওই অন্ধকার আসতে দেবে না।


জুলাই পদযাত্রার অংশ হিসেবে শুক্রবার (১১ জুলাই) দুপুরে যশোর ঈদগাহ মোড়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


 

এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে বাংলাদেশপন্থি রাজনীতি ও পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করবে বলেও জানান নাহিদ ইসলাম।

 

এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সংগঠক সারজিস ইসলামের সঞ্চালনায় সমাবেশে তিনি আরো বলেন, ‘আগামীতে একটি বড় আন্দোলনের জন্য সকলকে প্রস্তুত হতে হবে। ওই আন্দোলন হবে দুর্নীতি ও চাঁদাবাজের বিরুদ্ধে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’



নাহিদ আরো বলেন, ‘একটি রাজনৈতিক দল তাদের কোটি কোটি সমর্থক দেখায়। ওই শক্তি আমাদের দেখাবেন না। আমরা ১০/২০ জন মানুষ নিয়ে হাসিনার বিরুদ্ধে লড়াই শুরু করেছিলাম। সেই আন্দোলনে কোটি কোটি জনতা অংশ নিয়েছিলো। তারাই আমাদের শক্তি। তাদের সাথে নিয়ে আমরা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়তে চাই। যেখানে সবার হক নিশ্চিত করা হবে।’

 

তিনি বলেন, বিচার, সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। যারা এটা চায় না, তারা নির্বাচন পেছাতে চায়। অথচ তারা আমাদের দোষারোপ করে। আমরা সংস্কার, বিচার ও নির্বাচন একসাথে চাই। দেশের প্রতিষ্ঠানগুলোয় দলীয় করণ করতে দেয়া হবে না। আমলাতন্ত্র প্রশাসন দলীয়করণ করতে দেয়া হবে না।



সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, মো. আতাউল্লাহসহ যশোরের নেতারা বক্তব্য দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ