Header Ads Widget

পাংশায় উপজেলা প্রশাসন ও বাজার বণিক সমিতির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

 ✏মো. আকাশ মাহমুদ, পাংশা

রাজবাড়ী সার্কেল | প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১০:৫১


রাজবাড়ীর পাংশায় উপজেলা প্রশাসন বনাম পাংশা শিল্প ও বণিক সমিতির মধ্যে “প্রীতি ফুটবল ম্যাচ–২০২৫”-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 


শুক্রবার (২৭ জুন) বিকালে পাংশা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। জমজমাট এই খেলায় ২-০ গোলে বিজয়ী হয় পাংশা শিল্প ও বণিক সমিতি। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ বাহারাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল এবং দেলোয়ার সরদার প্রমূখ।


এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 


এসময় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি প্রদান করা হয়। খেলায় দারুণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক হাসিব।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ