রাজবাড়ী সদর হাসপাতালে আল রাজি ডায়াগনস্টিক সেন্টারের মালিক সিদ্দিক শেখকে পিটিয়ে আহত করার ঘটনায় দায়ের করা চাঁদাবাজির মামলায় এজাহারনামীয় দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ১৬ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকায় থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—সজ্জনকান্দা গ্রামের মনি বিশ্বাসের ছেলে লাবলু বিশ্বাস (৫০) ও কুটি বিশ্বাস (৪৫)।
পুলিশ জানায়, গত ১৪ জুলাই দুপুর দেড়টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালের সামনে আল রাজি ডায়াগনস্টিক সেন্টারের মালিক সিদ্দিক শেখকে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। চাঁদা না দেওয়ায় হামলা চালায় আসামীসহ অজ্ঞাত ৪/৫ জন।
আহত অবস্থায় সিদ্দিক শেখ রাজবাড়ী সদর থানায় এজাহারনামীয় দুইজনসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে মামলা করেন (মামলা নং-১৭, তাং-১৫/০৭/২০২৫, ধারা: ১৪৩/৪৪৮/৩২৫/৩২৬/৩০৭/৩৮৫/৩৮৬/৫০৬ পেনাল কোড)।
মামলার পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে এবং অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব জানান, গ্রেফতারকৃত কুটি বিশ্বাস ও লাবলু বিশ্বাস প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বাকি পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, রাজবাড়ীতে অপরাধ দমনে পুলিশ নিরবচ্ছিন্নভাবে কাজ করছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তথ্যসূত্র : দৈনিক মাতৃকণ্ঠ
0 মন্তব্যসমূহ