✏অনলাইন ডেস্ক
রাজবাড়ী সার্কেল | প্রকাশ: ২৭ জুন ২০২৫, ৫:১২
দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (২৬ জুন সকাল ৮টা থেকে ২৭ জুন সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো শুক্রবারের (২৭ জুন) সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মারা যাওয়া দুজনই পুরুষ। তাদের একজনের বয়স ৭২ এবং অপরজনের ৫০ বছর। এ নিয়ে ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। মৃত্যুবরণকারীদের মধ্যে ২২ জন পুরুষ এবং ১৮ জন নারী।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৯ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগের হাসপাতালে—সংখ্যাটি ১০৭ জন। ঢাকার মহানগর এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২১ জন, ঢাকার বাইরের অন্যান্য জেলাগুলোতে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ২ জন।
চলতি বছরে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২২২ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা আবারও সতর্ক করে বলছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তাই পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দিচ্ছেন তারা।
0 মন্তব্যসমূহ