Header Ads Widget

খুলনায় গেটবিহীন রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

 



খুলনার দৌলতপুরের সেনপাড়া রেলক্রসিংয়ে সাগরদারি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মো. নাইম ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।



নিহত নাইম ইসলাম মানিকতলা সংলগ্ন সেনপাড়া এলাকার বাসিন্দা।



প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গেটবিহীন ওই রেলক্রসিং দিয়ে অসতর্কভাবে পার হওয়ার সময় খুলনাগামী সাগরদারি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।


রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আজাদ রহমান জানান, ঘটনাটি ঘটে একটি অবৈধ ও গেটবিহীন রেলক্রসিংয়ে। সেখানে গেটম্যান না থাকায় নাইম অসতর্কভাবে লাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।


স্থানীয়রা অভিযোগ করেছেন, সেনপাড়া রেলক্রসিংটি অবৈধ এবং দীর্ঘদিন ধরে এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এখানে কোনো গেট বা গেটম্যান না থাকায় প্রতিনিয়ত পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পার হন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ