Header Ads Widget

রাজবাড়ী থানা পুলিশের অভিযানে একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

 


রাজবাড়ী জেলা পুলিশ অপরাধ দমন ও আসামি গ্রেফতারে বরাবরের মতোই সক্রিয় ও অঙ্গীকারবদ্ধ। এই ধারাবাহিকতায় রাজবাড়ী সদর থানা পুলিশ সফল অভিযান চালিয়ে একাধিক মামলার সাজাপ্রাপ্ত ও মোট ৬ মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে।


পুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ-এর নির্দেশে এএসআই (নিঃ) মোঃ ফরিদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ ২৪ জুলাই ২০২৫ তারিখে রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে চর খানখানাপুর গ্রামের মৃত সোহরাফ শেখের পুত্র শরীফ ফেরদৌস শেখ-কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত শরীফ ফেরদৌস শেখের বিরুদ্ধে একাধিক মামলায় সাজা রয়েছে এবং তার বিরুদ্ধে মোট ৬টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। অভিযান শেষে তাকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।


রাজবাড়ী জেলা পুলিশ জানান, আইনশৃঙ্খলা রক্ষায় এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ