Header Ads Widget

রাজবাড়ীতে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

 



রাজবাড়ীর সদর থানা এলাকার গণধর্ষণ মামলার আসামি রাজাকে (২৭) ফরিদপুর কোতোয়ালিতে র‍্যাব-১০ গ্রেপ্তার করেছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার বড় দোয়াল গ্রামের মো. নিলুর ছেলে। 


গতকাল বৃহস্পতিবার রাত ১১ টার সময় র‍্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার কোতোয়ালি থানার গজারিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গণধর্ষণ মামলার আসামি মো. রাজাকে গ্রেপ্তার করে।


জানা গেছে, গত ২৮ মে সন্ধ্যা সাড়ে ৭টার সময় এক নারী (২২) তার বান্ধবীর সঙ্গে আসামি মো. রাজা ও রিয়াজের মোটরসাইকেলে করে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে রেস্টুরেন্টে রাতের খাবার খাওয়ার জন্য যান। খাওয়া শেষে ফেরার পথে রাত সাড়ে ১০টার সময় রাজবাড়ী সদর থানার মোহাম্মদপুর গ্রামের একটি কলা বাগানে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করা হয় ওই নারীকে। এ ঘটনায় যুবতী নিজেই রাজবাড়ী সদর থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় গত ২৯ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা গণধর্ষণে জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‍্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এ প্রেক্ষিতে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।


র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার জানান, গ্রেপ্তারকৃত আসামিকে রাজবাড়ী থানায় আজ শুক্রবার সকালে হস্তান্তর করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ