Header Ads Widget

রাজবাড়ীর গোয়ালন্দে যুবককে কুপিয়ে গুরুতর জখম, সন্ত্রাসী হামলার শিকার মাসুদ

 



রাজবাড়ীর গোয়ালন্দে মাসুদ সরদার (৩০) নামে এক যুবককে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর জখম করেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ বাজারের লোটাস কলেজিয়েট স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে। মাসুদ গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এবাদ আলী মিস্ত্রি পাড়ার মোসলেম সরদারের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে মাসুদকে কুপিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।


আহত মাসুদের শ্বাশুড়ি কুলসুম বেগম জানান, "এমন নৃশংস হামলার কথা ভাবা যায় না। এখনো তার রক্ত বন্ধ হয়নি, অবস্থাও খুবই খারাপ। ইতিমধ্যে ৬ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।" তিনি অভিযোগ করেন, স্থানীয় ছাত্তারের ছেলে নাজমুলসহ কয়েকজন মিলে মাসুদকে কুপিয়েছে।


গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, "ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছি এবং অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে। তবে এখনো পর্যন্ত কেউ এ বিষয়ে লিখিত অভিযোগ দেয়নি।"


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ