Header Ads Widget

রাজবাড়ীতে শংকর ও নির্মল মিষ্টান্ন ভান্ডারকে ২ লাখ টাকা জরিমানা




রাজবাড়ীর স্বনামধন্য দুটি মিষ্টান্ন ভান্ডার—শংকর মিষ্টান্ন ভান্ডারনির্মল মিষ্টান্ন ভান্ডারকে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে মোট ২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার (৫ আগস্ট ) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মো. মহসিন হাসান এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ধারা ৩২(গ), ৩৩ ও ৩৯ এর অধীনে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, পণ্যের চালান সংরক্ষণ না করা এবং নিবন্ধন ব্যতীত পণ্য উৎপাদনের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠান দুটি প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

অভিযান চলাকালে আদালত সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়া (সামারি ট্রায়াল) মাধ্যমে জরিমানার অর্থ আদায় করে। এ সময় সংশ্লিষ্ট প্রশাসন, খাদ্য নিরাপত্তা কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আদালত কর্তৃপক্ষ জানায়, ভোক্তার স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. এরা রাজবাড়ীতে সবচেয়ে দামে মিষ্টি বিক্রি করে এদের কারনে রাজবাড়ীতে মিষ্টির দাম বেশি

    উত্তরমুছুন