রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বাজার বণিক সমিতি। মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই হরতাল পালিত হবে।
জানা গেছে, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বাজার বণিক সমিতির সাবেক সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আযম চুন্নু এবং তার দুই সন্তানসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়েরের প্রতিবাদে এ কর্মসূচির ঘোষণা আসে।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে বালিয়াকান্দি উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বালিয়াকান্দি চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এক সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন। এসময় বাজার কমিটির সভাপতি ওসমান গণি মানিকসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, খোন্দকার মশিউল আযম চুন্নু একজন জনপ্রিয় ও ত্যাগী নেতা। আওয়ামী লীগ সরকারের সময়ে তার নামে একাধিক মিথ্যা মামলা হয়েছিল। নতুন করে দায়ের করা এই মামলা মিথ্যা ও বানোয়াট দাবি করে তারা অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব মণ্ডল, সাবেক সদস্য সচিব এসএম মিজানুর রহমান বিল্লাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মীর মনিরুজ্জামান বাবু, সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান, বিএনপি নেতা শাহজাহানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
0 মন্তব্যসমূহ