বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেওয়া হবে না। তিনি উল্লেখ করেন, দেশের পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যে অবিলম্বে জাতীয় নির্বাচনের আয়োজন করা প্রয়োজন। তার বক্তব্য অনুযায়ী, জনগণের অধিকার আদায়ের জন্য জাতীয় নির্বাচনই হচ্ছে সঠিক রাজনৈতিক সমাধান।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ীর আজাদী ময়দানে বিএনপির জনসভায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আয়োজিত এই সমাবেশে আলী নেওয়াজ মাহমুদ বলেন, "বর্তমানে দেশে একটি অনির্বাচিত সরকার রয়েছে। তাদের দায়িত্ব হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়া। তবে যদি তারা এই পথ থেকে সরে আসে, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলনে নামব।"
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করলে তার তীব্র বিরোধিতা করা হবে। জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তিনি বলেন, "জাতীয় নির্বাচনই হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার উপায়। স্থানীয় নির্বাচনের মাধ্যমে এই সমাধান আসবে না।"
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, "স্বাধীনতা যুদ্ধে লাখ লাখ শহীদের রক্তে ভেজা বাংলাদেশকে আমরা গণতন্ত্র ফিরিয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।"
0 মন্তব্যসমূহ