২৬ ফেব্রুয়ারি: বাংলাদেশ খেলাফত যুব মজলিস রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এক বিশাল দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয় এবং পৌরসভা ঘুরে রাজবাড়ী শহীদ স্মৃতির চত্বরে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস রাজবাড়ী জেলা শাখার সভাপতি মাওলানা ইলিয়াস মোল্লা, যুব মজলিস রাজবাড়ী জেলা শাখার সভাপতি মাওলানা আবু তাহের সাহেবসহ অন্যান্য দায়িত্বশীলরা। মিছিলে খেলাফত মজলিস, যুব মজলিস ও ছাত্র মজলিসের জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, এই মিছিলের মাধ্যমে ইসলামের দাওয়াত ও খেলাফতের গুরুত্বপূর্ণ বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সংগঠনটি।
0 মন্তব্যসমূহ