Header Ads Widget

তীব্র শীতে গাজায় ছয় নবজাতকের মৃত্যু, নেই শীত নিবারণের পর্যাপ্ত ব্যবস্থা

 



যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় তীব্র শীতের কারণে ছয়টি নবজাতকের মৃত্যু ঘটেছে। পেশেন্টস ফ্রেন্ডস বেনিভল্যান্ট সোসাইটি হাসপাতালের (পিএফবিএস) স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাঈদ সালেহ মঙ্গলবার এক ভিডিও বার্তায় এই করুণ খবর জানান।


তিনি জানান, গত দুই সপ্তাহে ওই হাসপাতালে শীতজনিত শারীরিক জটিলতায় আক্রান্ত আট নবজাতককে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে অন্তত ছয়টি শিশুর মৃত্যু হয়েছে।


এই ঘটনাটি ফিলিস্তিনের বর্তমান মানবিক সংকটকে আরও গভীরভাবে তুলে ধরেছে। ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজার লাখো মানুষ এখন জরাজীর্ণ তাঁবুতে বসবাস করছেন। কেউ কেউ আবার বোমায় ধ্বংসপ্রাপ্ত বাড়িতে আশ্রয় নিয়েছেন। তাদের শীত নিবারণের কোনো পর্যাপ্ত ব্যবস্থা নেই, আর মধ্যপ্রাচ্যজুড়ে চলছে তীব্র শীত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ