Header Ads Widget

দৌলতদিয়া ঘাটে ঈদ যাত্রা: যাত্রী ও যানবাহনের চাপ, ভোগান্তি নেই

 



ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে উৎসব উদযাপন করতে রাজধানী ঢাকা থেকে বাড়ি ফেরার ঢল নেমেছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রবেশের প্রধান পথ দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ শুক্রবার (২৮ মার্চ) ভোর থেকে লক্ষ করা যাচ্ছে।


রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাটে যাত্রীদের ভিড় বাড়লেও চলাচলে কোনো ধরনের ভোগান্তি নেই। পাটুরিয়া থেকে লঞ্চ ও ফেরিতে পদ্মা নদী পাড়ি দিয়ে ঘাটে পৌঁছানো যাত্রীরা পরিবহন, মাহেন্দ্র, মোটরসাইকেলসহ বিভিন্ন বাহনে করে তাদের গন্তব্যের দিকে যাচ্ছেন। যদিও স্বাভাবিক সময়ের তুলনায় বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ শোনা যাচ্ছে।


এছাড়া ঘাটে যানজট না থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা যানবাহনগুলো সরাসরি ফেরিতে উঠে পড়ছে, ফলে যানজটের কোনো সমস্যা দেখা দেয়নি।


বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, যাত্রী ও যানবাহন পারাপারের জন্য এই নৌরুটে ১৭টি ফেরি এবং ২২টি লঞ্চ চালু রয়েছে, যা যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ