Header Ads Widget

গর্ভবতী নারী ও সন্তানের মৃত্যুর অভিযোগ: চিকিৎসক আসতে দেরি ১২ ঘণ্টা




বগুড়ার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসকের অবহেলার কারণে এক গর্ভবতী নারী এবং তার অনাগত সন্তানের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার মধ্যরাতে শহরের জলেশ্বরীতলা এলাকার এনাম ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ক্লিনিকে ভর্তি করার প্রায় ১২ ঘণ্টা পর চিকিৎসক আসায় গর্ভের সন্তানসহ ওই নারীর মৃত্যু ঘটে। এর পর ক্ষুব্ধ জনতা ক্লিনিকে ভাঙচুর করে, যা পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে।

মৃত নারী রোখসানা আক্তার, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া গ্রামের বাসিন্দা এবং রুবেল হোসেনের স্ত্রী। তার ভাই সাফিউল ইসলাম জানান, শনিবার বেলা ১১টার দিকে প্রসব বেদনায় রোখসানাকে এনাম ক্লিনিকে ভর্তি করা হয়। তবে ক্লিনিকে কোনো চিকিৎসক না থাকায় দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়। ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, রোগীর ব্যথা আরও বাড়ুক, তারপর চিকিৎসক আসবেন।

প্রায় ১২ ঘণ্টা পর চিকিৎসক উপস্থিত হলে রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে এবং তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গিয়ে চিকিৎসক রোখসানা এবং তার গর্ভের সন্তানকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর স্থানীয় জনতা ক্লিনিকে বিক্ষোভ শুরু করে এবং ভাঙচুর চালায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ক্লিনিকের স্টাফরা পরিস্থিতির অবনতি দেখে পালিয়ে যায়।

এ ব্যাপারে ক্লিনিক কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। পুলিশ ও প্রশাসন ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ