বরগুনার পাথরঘাটায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্র নাঈম (১১) মোবাইল দেখতে না দেওয়ায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের অভিযোগ। রোববার (২ মার্চ) সকালে পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নাঈম স্থানীয় কে.ডি.এস দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
নাঈমের বাবা বাদশা ফরাজি জানান, শনিবার রাতে তারাবি নামাজ শেষে নাঈম বাসায় ফিরে খাওয়ার পর ঘুমানোর আগে মোবাইল দেখতে চায়। কিন্তু মোবাইল না দেওয়ায় নাঈম তার রুমে চলে যায়। পরদিন সকালে ডাকতে গিয়ে দেখা যায়, সে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।
এ ঘটনায় পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নাঈমের মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
0 মন্তব্যসমূহ