ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী ইশাম দা-লিসসহ হামাস সরকারের চারজন উচ্চপদস্থ নেতা নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে চালানো এই হামলায় ইশাম দা-লিস, যিনি 'সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ কমিটির প্রধান' হিসেবে প্রধানমন্ত্রী সমতুল্য পদে অধিষ্ঠিত ছিলেন, প্রাণ হারান।
হামলায় নিহত অন্যান্য নেতাদের মধ্যে রয়েছেন বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমেদ আল-খাত্তা, স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আবু ওয়াতফা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহজাত আবু সুলতান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, এ হামলার মূল লক্ষ্য ছিল হামাসের শীর্ষস্থানীয় নেতাদের নির্মূল করা, যাতে গাজার ওপর তাদের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে।
এর আগে, ২০২৪ সালের জুলাই মাসে গাজার সাবেক প্রধানমন্ত্রী রাহি মুস্তাহা নিহত হন। তার স্থলাভিষিক্ত হন ইশাম দা-লিস। ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে, তাদের বন্দি মুক্ত না করলে গাজার ওপর এমন হামলা চলতে থাকবে।
0 মন্তব্যসমূহ