Header Ads Widget

আত্মীয়ের বাড়িতে ঈদের পোশাক দিতে যাচ্ছিলেন তিন ভাই পথেই মৃত্যু



বরগুনার পাথরঘাটা উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ভাই ঈদের পোশাক নিয়ে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। এই দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে এবং স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের সোনারবাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাসিন্দা মো. নাঈমুজ্জামান শুভ, মো. শান্ত ও মো. নাদিম। তারা মোটরসাইকেলযোগে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে পাথরঘাটার কেরাতপুরে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন।

পথে বিপরীত দিক থেকে আসা রাজিব পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন ভাই নিহত হন।

পাথরঘাটা থানার ওসি মো. মেহেদী হাসান জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ