ভারতের বিভিন্ন কারাগারে বন্দি থাকা ১০৬৭ জন বাংলাদেশির তালিকা সংগ্রহ করেছে গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। মঙ্গলবার দুপুরে একটি ব্রিফিংয়ে কমিশনের সভাপতি মইনুল ইসলাম চৌধুরী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গত দুই-আড়াই বছরে আটক ব্যক্তিদের নাম-ঠিকানাসহ একটি তালিকা পাওয়া গেছে।
কমিশন বর্তমানে তালিকায় থাকা বন্দিদের মধ্যে কেউ গুমের শিকার হয়েছেন কি না, তা অনুসন্ধান করছে। এদিকে, সীমান্তবর্তী জেলার পুলিশ সুপার ও বিজিবি কর্মকর্তাদের কাছ থেকে ভারত থেকে পুশইন করা ব্যক্তিদের তথ্য চাওয়া হলে ১৪০ জনের তালিকা পাওয়া গেছে, তবে তাদের মধ্যে গুম হওয়া কারও নাম পাওয়া যায়নি।
গুম কমিশনের মতে, এ পর্যন্ত ১ হাজার ৭৫২টি অভিযোগ জমা পড়েছে এবং এর মধ্যে প্রায় ১ হাজারটি অভিযোগ যাচাই-বাছাই করা হয়েছে। গুমের শিকার হয়ে ফিরে না আসা ৩৩০ জনের বর্তমান অবস্থানও খতিয়ে দেখা হচ্ছে।
কমিশনের প্রধান বিচারক মইনুল ইসলাম চৌধুরী বলেন, গুমের ঘটনায় বাহিনীর কিছু সদস্য জড়িত থাকলেও পুরো বাহিনীকে দায়ী করা উচিত নয়। জড়িত ব্যক্তিদের ব্যক্তিগতভাবে দায়ী করা হবে।
0 মন্তব্যসমূহ