রাজবাড়ীতে চাঁদা দাবির মামলা প্রত্যাহার না করায় এক ডায়গনস্টিক সেন্টারের মালিককে সন্ত্রাসী কায়দায় মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (১৪ জুলাই) দুপুর দেড়টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। হামলায় আহত হন আল রাজী ডায়াগনস্টিক সেন্টারের মালিক সিদ্দিক শেখ (৪৫)।
আহত সিদ্দিক শেখ রাজবাড়ী সদর উপজেলার কাজীবাঁধা গ্রামের বাসিন্দা এবং আল রাজী ডায়গনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী। গুরুতর অবস্থায় তাকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
সিদ্দিক শেখ অভিযোগ করেন, “আমার ডায়গনস্টিক সেন্টারের ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে বলে একদল লোক হুমকি দিচ্ছিল। বিষয়টি নিয়ে আমি তিন মাস আগে আদালতে একটি মামলা করি। সেই মামলা তুলে না নেওয়ায় আজ দুপুরে পুড়া পলাশ, ক্ষুর মানিক, কুটি এবং ডিজিটাল ক্লিনিকের মালিক সায়েক মো. জিয়াসহ আরও কয়েকজন এসে আমাকে প্রকাশ্যে মারধর করে।”
তিনি আরও জানান, “তারা আমাকে সড়ক থেকে তুলে নিয়ে গিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”
রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাওন দে সরকার বলেন, “আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাসেল মোল্লা বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় রাজবাড়ীর সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
---
তথ্যসূত্র : ঢাকা পোস্ট
0 মন্তব্যসমূহ