Header Ads Widget

রাজবাড়ীতে যৌথ অভিযানে দুই অস্ত্রধারী গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও মদ

 


রাজবাড়ী জেলায় পৃথক দুটি অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, মদ ও দেশীয় ধারালো অস্ত্রসহ দুই চিহ্নিত অপরাধীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।


প্রথম অভিযানটি চালানো হয় পাংশা উপজেলার সুবর্ণখোলা ও কসবামাজাইল এলাকায়। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি এবং দেশীয় ধারালো অস্ত্রসহ মোঃ বাবলু নামে একজন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়।


অন্যদিকে, শনিবার বিকেল ৩টায় রাজবাড়ী সদর উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় পৃথক আরেকটি অভিযানে ১টি বিদেশি রিভলবার, ২ রাউন্ড গুলি, ১টি খালি কার্তুজ, ১ বোতল অবৈধ বিদেশি মদ এবং ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে মোঃ হাকিম নামে স্থানীয় এক চাঁদাবাজকে গ্রেফতার করা হয়, যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।


বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে তারা বদ্ধপরিকর। অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে যে কোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।


সূত্র : বাংলাদেশ সেনাবাহিনী 


এই অভিযান দুটি রাজবাড়ীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ