✏অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭:৫৭, ১ জুন ২০২৫
৩১ মে, ২০২৫ — ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজবাড়ী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সুলতানা আক্তার ‘তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা ২০২৫’ গ্রহণ করেন। ‘জেলা টাস্কফোর্স’ ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান করা হয়।
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজবাড়ী জেলার জেলা টাস্কফোর্স কমিটি বিশেষ অবদান রাখায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করা হয়। জেলা প্রশাসকের দক্ষ নেতৃত্বে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর সমন্বয়ে জেলার বিভিন্ন এলাকায় তামাক বিরোধী সচেতনতা, মনিটরিং এবং আইন প্রয়োগ কার্যক্রম জোরদার করা হয়, যা জাতীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে কমিটির সভাপতি হিসেবে মান্যবর জেলা প্রশাসক মহোদয় এবং সদস্য সচিব হিসেবে সিভিল সার্জন, রাজবাড়ী মহোদয় উপস্থিত ছিলেন। এই সম্মাননা রাজবাড়ী জেলার জন্য এক গর্বের মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে, যা ভবিষ্যতে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।
জনস্বাস্থ্য রক্ষায় এমন গুরুত্বপূর্ণ অবদানের জন্য রাজবাড়ী জেলার টাস্কফোর্স কমিটিকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল।
0 মন্তব্যসমূহ