✏অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৪:৩৫, ১২ জুন ২০২৫
বিশ্বব্যাপী ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা দ্রুত বাড়ছে বলে জানিয়েছে পিউ রিসার্চ সেন্টার। ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে অন্যান্য সব ধর্মের তুলনায় ইসলাম ধর্মেই সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানায়, এই বৃদ্ধি মূলত প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধির কারণে। গবেষণায় দেখা গেছে, মুসলিম নারীদের গড় সন্তান সংখ্যা ২.৯, যেখানে অমুসলিম নারীদের গড় ২.২।
বর্তমানে প্রায় ২০০ কোটিরও বেশি মুসলমান রয়েছে, যা বিশ্বের মোট জনসংখ্যার এক চতুর্থাংশ। ধর্মান্তরের দিক থেকেও ইসলাম অন্য ধর্মগুলোর চেয়ে এগিয়ে—ইসলামে ধর্মান্তরিত মানুষের সংখ্যা যারা ইসলাম ছেড়েছে, তাদের চেয়ে বেশি।
0 মন্তব্যসমূহ