Header Ads Widget

স্ত্রীর তালাক, দুঃখে এক মণ দুধ দিয়ে গোসল চা দোকানি শাকিলের!

✍ রাজবাড়ী সার্কেল অনলাইম ডেস্ক | প্রকাশ: ২৯ জুন ২০২৫




নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগরে এক ব্যতিক্রমী ও চমকপ্রদ ঘটনার জন্ম দিয়েছেন শাকিল মণ্ডল (৩২) নামের এক চা দোকানি। স্ত্রীর ডিভোর্সের শোকে এক মণ দুধ (প্রায় ৪০ কেজি) দিয়ে নিজেই গোসল করেছেন তিনি।


রোববার (২৯ জুন) দুপুর ১টার দিকে উপজেলার মাধনগর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল মণ্ডল পূর্ব মাধনগর গ্রামের মৃত আলাল মণ্ডলের ছেলে এবং মাধনগর বাজারে একটি চায়ের দোকান চালান। ১৪ বছর আগে একই এলাকার আঙ্গুরি নামের এক তরুণীর সঙ্গে প্রেম করে বিয়ে করেন তিনি।


তবে দীর্ঘদিনের দাম্পত্যজীবনে নানা টানাপোড়েন ও অশান্তির জেরে গত ১ জুন আঙ্গুরি তাকে তালাক দেন। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন শাকিল।


ঘটনার বিষয়ে শাকিল সাংবাদিকদের বলেন, “আমি আঙ্গুরিকে ভালোবেসেই বিয়ে করেছি। সংসার করছিলাম অনেক স্বপ্ন নিয়ে। কখনো ভাবিনি সে আমাকে ছেড়ে দেবে। কিন্তু হঠাৎ করেই সে আমাকে ডিভোর্স দিয়েছে। আমি এটা মেনে নিতে পারছি না।”


তিনি আরও বলেন, “মনের যন্ত্রণা আর কষ্ট সইতে না পেরে এক মণ দুধ কিনে এনে গোসল করেছি। এটিই আমার কষ্টের প্রকাশ।”


শাকিলের এই ঘটনা এলাকাজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কেউ তার প্রতি সহানুভূতি প্রকাশ করছেন, কেউ আবার বিষয়টিকে ‘অতি আবেগ’ বলে ব্যাখ্যা করছেন।


স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে মনোবিদদের মতে, এ ধরনের মানসিক বিপর্যয়ের সময় পরিবার ও সমাজের সহানুভূতিশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ