Header Ads Widget

৫ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ চান জামায়াত আমির

 ✏অনলাইন ডেস্ক

রাজবাড়ী সার্কেল | প্রকাশ: ২৭ জুন ২০২৫, ৪:৪৭


জুলাই গণঅভ্যুত্থান ও ‘নতুন বাংলাদেশ দিবস’-এর নামকরণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। সর্বশেষ এ বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি ৫ আগস্টকেই ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করার দাবি জানিয়েছেন।


শুক্রবার (২৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “৮ নয়, ৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত।”


এর আগে, অন্তর্বর্তীকালীন সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে। এদিন ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় ৮ আগস্ট। এই দিনটিকেই ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে চিহ্নিত করেছে বর্তমান সরকার।


তবে এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ রাজনৈতিক অঙ্গনের আরও অনেকে। তাদের দাবি, সরকার পতনের দিনই ছিল সত্যিকারের ‘নতুন বাংলাদেশ’-এর সূচনা, তাই ৫ আগস্টকেই ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করা উচিত।


রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দিন নির্ধারণের এ বিতর্ক শুধু একটি প্রতীকের প্রশ্ন নয়—বরং এর মাধ্যমে নতুন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বয়ান তৈরির চেষ্টা চলছে, যেখানে প্রতিটি তারিখের প্রতীকী গুরুত্ব রয়েছে।


এখন দেখার বিষয়, অন্তর্বর্তী সরকার এই বিতর্কের আলোকে সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনে কি না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ