✏অনলাইন ডেস্ক
রাজবাড়ী সার্কেল | প্রকাশ: ২৮ জুন ২০২৫, ২:০০
ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে আবারও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাতের দিকে এসলামশহর, শাহরিয়ারসহ আশপাশের এলাকাগুলোতে এই বিস্ফোরণ ঘটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাতের নিরবতা ভেঙে পরপর কয়েকটি বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। ঘটনার পরপরই সংশ্লিষ্ট এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ইরানি সেনাবাহিনী।
এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের প্রকৃতি ও উৎস সম্পর্কে এখনো সরকারিভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে জানানো হয়, ঘটনার পর পশ্চিম তেহরানে প্রতিরক্ষা বাহিনী জরুরি প্রতিক্রিয়া হিসেবে আকাশ প্রতিরক্ষা মোতায়েন করে।
এই বিস্ফোরণ এমন এক সময় ঘটলো, যখন ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির চতুর্থ দিন চলছে। ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর গত মঙ্গলবার যুদ্ধবিরতিতে পৌঁছায় দু'পক্ষ। যদিও যুদ্ধবিরতির পর থেকেই উভয় দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে যাচ্ছে।
ইরান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতি থাকলেও ইসরায়েল যেকোনো সময় আক্রমণ চালাতে পারে। এমনকি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চেষ্টা চালানোর অভিযোগও তুলেছে তেহরান।
নতুন করে এই বিস্ফোরণের ঘটনাকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ফের বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে যুদ্ধবিরতির স্থায়ীত্ব প্রশ্নবিদ্ধ হতে পারে।
শেষ আপডেট পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী বা দেশ এই ঘটনার দায় স্বীকার করেনি।
0 মন্তব্যসমূহ