✏ অনলাইন ডেস্ক | রাজবাড়ী সার্কেল
📅 প্রকাশ: ২৯ জুন ২০২৫
নারী এশিয়ান কাপ বাছাই পর্বে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। মিয়ানমারের ইয়াংগুনে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই শক্তিশালী বাহরাইনকে ৫-০ গোলে চেপে ধরেছে ঋতুপর্ণারা।
র্যাংকিংয়ের দিক থেকে ৩৬ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশ (র্যাংকিং ১২৮) আজ মাঠে একেবারে ভিন্ন রূপে হাজির হয়। ম্যাচের শুরু থেকেই বল দখল, পাসিং, আক্রমণ—সবখানেই প্রাধান্য ছিল লাল-সবুজদের। প্রথমার্ধেই পাঁচ গোল করে দারুণ এক বার্তা দিয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল।
ম্যাচের বিবরণ:
১০ মিনিটে প্রথম গোলটি আসে শামসুন্নাহারের পা থেকে। বাহরাইনের এক আক্রমণ প্রতিহত করে বাংলাদেশ অর্ধ থেকে লম্বা বল বাড়ানো হলে, তা নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে বাহরাইনের গোলরক্ষককে চমকে দিয়ে দারুণ চিপ শটে জালে পাঠান শামসুন্নাহার।
মাত্র ৫ মিনিট পরই আসে দ্বিতীয় গোল। বাম প্রান্ত থেকে বাড়ানো ক্রস রিসিভ করে ডিফেন্ডারকে কাটিয়ে অসাধারণ কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন আরেক ফরোয়ার্ড। স্টেডিয়ামে তখন উল্লাসের জোয়ার।
এরপর তহুরা খাতুন হেডে একটি গোল করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়। তবে ৪২ মিনিটে কর্নার থেকে জটলার মধ্যে কোহাতি কিসকুর শট বাহরাইনের জালে জড়ালে স্কোরলাইন হয় ৩-০।
ইনজুরি সময়ে এসে ম্যাচে ঝড় তুলেন তহুরা খাতুন। মাত্র তিন মিনিটের ব্যবধানে তিনি জোড়া গোল করেন। ফলে প্রথমার্ধ শেষ হয় বাংলাদেশ ৫, বাহরাইন ০ গোলে।
র্যাংকিংয়ের পার্থক্য থাকা সত্ত্বেও আজকের ম্যাচে মাঠে বাহরাইন যেন ছিল ছায়া হয়ে। বাংলাদেশের দাপুটে পারফরম্যান্স এশিয়ার ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও কী চমক দেখায় বাংলাদেশ, এখন সেই অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
0 মন্তব্যসমূহ