Header Ads Widget

বাবা ছিল আমার বটগাছ, আজ সেই ছায়াটাও নেই" রাজবাড়ীর শহীদ কুরমান শেখের মেয়ে মিতু

 

ছবি : ঢাকা পোস্ট 

আমি আমার বাবা হত্যার বিচার চাই। আমার বাবাকে যারা হত্যা করেছে, যারা তাকে শহীদ করেছে আমি তাদের বিচার চাই। আমার বাবা যে রক্ত দিয়েছেন, এটা যেন কেউ ভুলে না যায়। তাকে যেন সবসময় মানুষ স্মরণে রাখে। এছাড়াও আমাদের দাবি জুলাই সনদ যেন দ্রুত দেওয়া হয়।’


কোটা সংস্কার আন্দোলনে রাজবাড়ীর শহীদ মো. কুরমান শেখের মেয়ে মিতু খাতুন এসব কথা বলেন। শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের শ্রীপুরে নির্মিত শহীদ স্মৃতি স্তম্ভে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি পালন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি বলেন।


মিতু খাতুন বলেন, একটা মেয়ের কাছে তার বাবা হচ্ছে বটগাছ। কিন্তু আজ আমার বাবা নামক সেই বটগাছ টা নেই। আমাদের বাবার সেই ছায়াটা নেই। তাকে আমরা প্রতিনিয়ত স্মরণ করি। তার কথা, তার সবকিছুই আমাদের কানে বাজে। আমার বাবা চেয়েছিল আমি এবং আমার ভাইয়া লেখাপড়া করে যেন ভালো কিছু করতে পারি। আজ আমাদের এই পর্যন্ত নিয়ে আসছেন আমার বাবা। আগামীকাল তার মৃত্যুর এক বছর পূর্ণ হবে। তিনি আমাদের মাঝে নেই একটা বছর হয়ে গেল। তার অপূর্ণতা যে আমাদের কতটা ভোগাচ্ছে সেটা একমাত্র আমরাই জানি।


সূত্র : ঢাকা পোস্ট 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ