রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার লক্ষণদিয়া ও আড়কান্দি নার্সারি এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় জড়িত দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
রাজবাড়ী জেলার মাননীয় পুলিশ সুপার মো. নাজমুল হাসান পিপিএম-এর নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার, রাজবাড়ী এর সার্বিক তত্বাবধানে বালিয়াকান্দি থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন:
১। মকদুল মিয়া ওরফে মাহিম (২৪), পিতা- নাসির মিয়া ওরফে আছিরুল মিয়া, মাতা- জেলেখা বেগম, স্থায়ী ঠিকানা: গ্রাম- সাঙ্গুরা (মোল্লাপাড়া), উপজেলা- বালিয়াকান্দি, জেলা- রাজবাড়ী।
২। মো. রাশেদুল ইসলাম (৪০), পিতা- মো. ওয়াজেদ মৃধা, মাতা- মোছা. রাশিদা বেগম, স্থায়ী ঠিকানা: গ্রাম- জামালপুর (ভোটার এরিয়া- আলোকদিয়া, গ্রাম- অহল্লা), উপজেলা- বালিয়াকান্দি, জেলা- রাজবাড়ী।
গ্রেফতারকৃতরা আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ডাকাতির ঘটনার পর থেকে অভিযুক্তদের শনাক্ত করতে তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত করে বালিয়াকান্দি থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "এই গ্রেফতার আমাদের চলমান অপরাধ দমন কার্যক্রমের একটি বড় সাফল্য। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।"
এ ঘটনায় পুলিশ আরও তদন্ত করছে এবং অন্যান্য জড়িতদেরও আইনের আওতায় আনার প্রচেষ্টা চলছে।
0 মন্তব্যসমূহ