গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে ঘোষিত ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে অবরোধ করে রেখেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) বিকেল থেকে এই অবরোধ শুরু হয়। শিক্ষার্থীরা রাস্তায় বসে প্রতিবাদ জানাতে থাকেন, তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় বলা হয়, “গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের উপর দফায় দফায় হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এর প্রতিবাদে সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।”
সংগঠনটি দেশের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে একত্র হয়ে এই কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে। গোয়ালন্দের আন্দোলনকারীরা জানান, “এটি শুধু গোপালগঞ্জের ঘটনা নয়, এটি ছাত্রস্বার্থের উপর হামলা। আমরা অন্যায়ের প্রতিবাদে রাজপথে নেমেছি, কেউ আমাদের দমাতে পারবে না।”
পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে রয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অবরোধের কারণে যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
এদিকে, রাজনৈতিক ও নাগরিক সমাজের পক্ষ থেকেও এই হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি উঠেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় এই কর্মসূচি চলমান থাকবে।
0 মন্তব্যসমূহ