রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ভিসি চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, ব্যবসায়ী সোহাগকে চাঁদা না দেওয়ায় পাথর দিয়ে থেতলিয়ে হত্যা করে যুবদলের নেতাকর্মীরা। এমনকি হত্যার পর লাশের ওপর নৃত্য করে বর্বরতা দেখিয়েছে বলে অভিযোগ ওঠে। শিক্ষার্থীরা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে দেশব্যাপী চাঁদাবাজি, সন্ত্রাস ও খুন-ধর্ষণের অভিযোগ এনে ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘তারেক রহমান জবাব দে’, ‘বিএনপির সন্ত্রাস হুঁশিয়ার সাবধান’ সহ বিভিন্ন স্লোগানে উত্তাল করে তোলেন ক্যাম্পাস।
ঢাবি শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, “সোহাগ হত্যার ভিডিও আমাদের চোখ খুলে দিয়েছে। একজন ব্যবসায়ী চাঁদা না দেওয়ায় তাকে প্রস্তর যুগের ন্যায় নৃশংসভাবে হত্যা করা হয়েছে। দেশে আবার কী আমরা বর্বরতার যুগে ফিরে যাচ্ছি?”
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, “বিএনপি নেতাকর্মীরা এখন সন্ত্রাস আর খুনে জড়িয়ে পড়েছে। তারা দাবি করে মজলুম ছিল, কিন্তু এখন জালিমে পরিণত হয়েছে। আমরা বিচার চাই, আর কোনো চাঁদাবাজি, হত্যা মেনে নেওয়া হবে না।”
সমাবেশে আরও অভিযোগ করা হয়, বিএনপি বিগত দশ মাসে প্রায় একশ’টি হত্যাকাণ্ড ঘটিয়েছে, যার সুষ্ঠু বিচার দাবি করেন আন্দোলনকারীরা।
ঢাবি শিক্ষার্থীরা তাদের আন্দোলনের মাধ্যমে বার্তা দিয়েছেন যে, মিটফোর্ডের হত্যাকাণ্ডসহ দেশের প্রতিটি চাঁদাবাজি ও সন্ত্রাসের ঘটনার বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না।
0 মন্তব্যসমূহ