Header Ads Widget

রাজবাড়ীতে ২ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

 



রাজবাড়ী সদর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২ বছরের সাজাপ্রাপ্তসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে।


বৃহস্পতিবার (১১ জুলাই ২০২৫) রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ শামসুজ্জোহা ও এএসআই (নিঃ) জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল গ্রামে নিজ বসতবাড়ি থেকে মোঃ শামীম মল্লিক (২৮), পিতা- মোঃ ইয়াছিন মল্লিককে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত শামীম মল্লিকের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে এবং তিনি একটি মামলায় ২ (দুই) বছরের সাজাপ্রাপ্ত আসামি বলে নিশ্চিত করেছে পুলিশ।


পরে তাকে যথাযথ প্রক্রিয়ায় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।


রাজবাড়ী জেলা পুলিশ জানায়, জেলায় অপরাধ নির্মূলে এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ