খুলনা থেকে ঢাকা অভিমুখে চলাচলকারী নকশিকাঁথা কমিউটার ট্রেনের আজকের (১৫ জুলাই ২০২৫, সোমবার) নির্ধারিত যাত্রা বাতিল করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, টেকনিক্যাল কারণে আজকের ট্রেনটি চলাচল করবে না। তবে কী ধরনের টেকনিক্যাল সমস্যা বা কোন সময় নাগাদ তা সমাধান হবে—সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
নক্সিকাঁথা কমিউটার ট্রেনটি খুলনা ও ঢাকা রুটে প্রতিদিন যাত্রীসেবা দিয়ে থাকে। হঠাৎ করে যাত্রা বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়বে এই ট্রেনে ভ্রমণের পরিকল্পনা করা যাত্রীরা, ট্রেন চলাচল বন্ধের খবরে তারা হতাশ হয়েছেন।
রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, পরবর্তী যাত্রাসমূহ পূর্বনির্ধারিত সময় অনুযায়ী চালু থাকবে বলে আশা করা হচ্ছে। যাত্রীদের যেকোনো তথ্যের জন্য স্থানীয় রেলস্টেশন কিংবা রেলওয়ের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
---
0 মন্তব্যসমূহ