Header Ads Widget

ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া অংশে ২১ কিমি যানজট

 


ঢাকা-সিলেট মহাসড়কে খানাখন্দের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত ২১ কিলোমিটার মহাসড়কে সকাল থেকে যানজটের সৃষ্টি হয়েছে। ধীরগতিতে চলাচল করছে যানবাহন। ঘণ্টার পর ঘণ্টা যানজটে যাত্রী ও পরিবহন চালকেরা চরম ভোগান্তি পড়েছেন।



পরিবহন চালক এবং যাত্রীরা জানান, খানাখন্দে পরিবহনের ধীরগতির কারণে মহাসড়কে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘদিন ধরে নাজুক অবস্থার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোল চত্বর এবং সরাইল বিশ্বরোড অংশের।



এনা পরিবহনের চালক আবু কালাম বলেন, ‘মঙ্গলবার (১৫ জুলাই) সকালে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছি। এসে ভৈরব সেতু থেকে যানজটে পড়েছি। তিন ঘণ্টা অতিক্রম করেছি ১২ কিলোমিটার। চরম ভোগান্তিতে আছি। প্রতিদিনই ব্রাহ্মণবাড়িয়া অংশে এ মহাসড়কের দীর্ঘ যানজট লেগে থাকে। এতে চরম বিপাকে পড়েন যাত্রী ও চালকেরা। এমন অবস্থার জন্য ট্রাফিক পুলিশ এবং খানাখন্দের জন্য সড়ক বিভাগের গাফলতিকে দায়ী করেন পরিবহন যাত্রীরা।


খাটিহাতা হাইওয়ে থানার সার্জেন্ট মো. সুজা ইসলাম বলেন, ‘আমাদের সাধ্য অনুযায়ী আমরা যানজট নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছি। তবে যতক্ষণ না পর্যন্ত মহাসড়টি মেরামত না হবে ততক্ষণ এ যানজটের সমস্যা থেকে সহসাই মুক্তি পাওয়া যাবে না।’



উল্লেখ্য: গত শুক্রবার বিকেল থেকে নাজুক মহাসড়কটি মেরামতের কাজ শুরু হওয়ার কথা থাকলেও দৃশ্যমান কোনো মেরামত কাজ চোখে পরেনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ