Header Ads Widget

কুমিরের দেখা মিলল মধুমতী নদীতে, সতর্কতায় প্রশাসনের মাইকিং


মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতী নদীতে কুমিরের দেখা মিলেছে। এ ঘটনায় নদীর তীরবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। জনসচেতনতা তৈরিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

গত শনিবার (১৬ আগস্ট) বিকেলে স্থানীয় কয়েকজন বাসিন্দা মধুমতী নদীতে কুমিরটি দেখতে পান। এ সময় এক যুবক মোবাইল ফোনে কুমিরটির ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর নদীতে কুমিরের দেখা মেলায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে কুমিরটি প্রাপ্তবয়স্ক ও অন্তত ১৫ ফুট লম্বা।

স্থানীয় বাসিন্দা রাসেল বলেন, “আগে এ নদীতে কুমির দেখা যেত। কিন্তু বহু বছর পর আবার কুমির দেখতে পেয়ে আমরা আতঙ্কিত। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া জরুরি।”

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনুর আক্তার বলেন, “কুমিরের উপস্থিতি ভিডিওতে দেখা গেছে। সরাসরি দেখা না গেলেও সতর্কতার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের জনসচেতনতার নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে উপজেলা প্রশাসন থেকেও মাইকিং করা হয়েছে।”

এ ঘটনায় এখন পর্যন্ত কারও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর মধ্যে কুমির আতঙ্ক বিরাজ করছে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ