Header Ads Widget

রাজবাড়ীর বালিয়াকান্দিতে দুই ভ্যানের সংঘর্ষে শিশুর মৃত্যু

 


রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জয় শেখ (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বুধবার (২০ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় শেখ ওই এলাকার কামরুল শেখের ছেলে।


স্থানীয়রা জানান, সংঘর্ষের পর জয় গুরুতর আহত হয়। তার বুকের হাড় ভেঙে যায় এবং হাত-পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রথমে তাকে মধুখালী হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


এই দুর্ঘটনার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


তথ্য সূত্রঃ মিঠু মল্লিক | বালিয়াকান্দি টাইমস



---


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ