২০২৫ সালের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। শেষ দিনেও সারাদেশে মোট ৩ লাখ ১৩ হাজার ৯৭৭ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন ৩ লাখ ৩ হাজার ১১৭ জন। অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৮৬০ জন শিক্ষার্থী।
মঙ্গলবার (১৯ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আজ অনুষ্ঠিত পরীক্ষার বিষয় ছিল সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অর্থনীতি প্রথমপত্র, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথমপত্র, পদার্থবিজ্ঞান প্রথমপত্র এবং মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমের বালাগাত ও মানতিক এবং তাজভিদ প্রথমপত্র।
তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৫৭৫টি কেন্দ্রে ২ লাখ ২৫ হাজার ২৬৭ জন পরীক্ষার্থী অংশ নেন। অন্যদিকে, মাদ্রাসা বোর্ডে ৪৫৯টি কেন্দ্রে অংশ নেন ৭৭ হাজার ৮৫০ জন শিক্ষার্থী।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সর্বোচ্চ অনুপস্থিতি ছিল ঢাকা বোর্ডে (১ হাজার ২৮৮ জন)। এরপর চট্টগ্রামে অনুপস্থিত ১ হাজার ৮২ জন, সিলেটে ৬৭৬ জন, দিনাজপুরে ৫৩১ জন, রাজশাহীতে ৪৭৮ জন, কুমিল্লায় ৪৭৩ জন, ময়মনসিংহে ৪০৬ জন, যশোরে ৪২২ জন এবং বরিশালে ১৬৭ জন। সার্বিকভাবে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে অনুপস্থিতির হার দাঁড়িয়েছে ২.৩৯ শতাংশ।
অন্যদিকে মাদ্রাসা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ৮৩ হাজার ১৮৭ জন। তাদের মধ্যে ৭৭ হাজার ৮৫০ জন অংশ নিলেও ৫ হাজার ৩৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন, যা সর্বোচ্চ অনুপস্থিতির হার (৬.৪২ শতাংশ)।
উল্লেখ্য, লিখিত পরীক্ষা শেষ হলেও ব্যবহারিক পরীক্ষা বাকি রয়েছে। আগামী ২১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা চলবে। নির্ধারিত কেন্দ্রগুলোতে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে যে, ব্যবহারিক পরীক্ষার নম্বর অনলাইনে এন্ট্রি করে ৩ সেপ্টেম্বরের মধ্যে বোর্ডে জমা দিতে হবে।
---
0 মন্তব্যসমূহ