Header Ads Widget

অসুস্থ হয়ে গভীর রাতে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

 


থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বিষয়টি বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।


বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব। এরপর রাত ১১টা পর্যন্ত গুলশানে বৈঠকে অংশ নেন তিনি। বৈঠক শেষে অসুস্থ বোধ করলে রাত ১টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে অধ্যাপক ড. এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে ভর্তি করা হয় এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়। রাত ২টা ২০ মিনিটে ড. জাহিদ জানিয়েছেন, বর্তমানে তিনি ভালো আছেন।


এর আগে, গত ১৩ আগস্ট চোখের চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যান মির্জা ফখরুল। চিকিৎসা শেষে ছয়দিন পর দেশে ফেরেন তারা।



---

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ