Header Ads Widget

২৪ ঘণ্টায় পদ্মার পানি বৃদ্ধি, রাজবাড়ীসহ ৮ জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা

 


টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের অন্তত ৮ জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এর মধ্যে রাজবাড়ী অন্যতম।


শনিবার (১৬ আগস্ট) সকালে আত্রাই নদীর পানি নওগাঁর আত্রাই রেলওয়ে ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে এবং ভারতের ত্রিপুরা প্রদেশে ভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টায় সিলেট ও রংপুর বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।


রাজশাহী বিভাগের আত্রাই ও ছোট যমুনা নদীর পানি বৃদ্ধি পেলেও আগামী দুইদিন স্থিতিশীল থাকতে পারে। তবে নওগাঁ সংলগ্ন নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।


অন্যদিকে পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে এবং আগামী ২৪ ঘণ্টায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এর ফলে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে ডুবে যেতে পারে।


বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী পাঁচ দিন গঙ্গার পানি হ্রাস পেলেও পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। ফলে পদ্মা তীরবর্তী রাজবাড়ীর বিভিন্ন চরাঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।


এছাড়া যমুনা, ব্রহ্মপুত্র, সুরমা-কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, তিস্তা ও ধরলা নদীর পানির সমতলেও পরিবর্তন আসতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।



---

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ