Header Ads Widget

মালয়েশিয়ার বিমানবন্দরে প্রবেশে বাধা, আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে প্রতিবেদন:

 


মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (KLIA) প্রবেশের অনুমতি না পেয়ে আটকে পড়েছেন ৯৮ বাংলাদেশি যাত্রী। শুক্রবার (১৫ আগস্ট) মালয়েশীয় বার্তাসংস্থা বার্নামা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (AKAPS) বিমানবন্দরের প্রথম টার্মিনালে রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত বিশেষ অভিযান চালায়। এ সময় মোট ১৮১ জন যাত্রীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৮ বাংলাদেশি প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে ব্যর্থ হন। পরে তাদের ‘নো টু ল্যান্ড’ নোটিশ দেওয়া হয়।

একেপিএস জানায়, আটকে পড়া যাত্রীরা ঢাকা থেকে ভোরের ফ্লাইটে এসেছিলেন, যাতে দিনের বেলার কঠোর পরীক্ষা এড়ানো যায়। তবে ভুয়া হোটেল বুকিং, রিটার্ন টিকিটের অভাব এবং পর্যাপ্ত অর্থের প্রমাণ না থাকায় তাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানায়, এরা সম্ভবত পর্যটন ভিসায় এসে ভিসার অপব্যবহার করে অবৈধভাবে কাজ ও থাকার পরিকল্পনা করেছিলেন। সীমান্তের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

সূত্র: বার্নামা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ