রাজবাড়ীর কালুখালীর সোনাপুর মোড় থেকে ভূয়া পুলিশ হিসেবে পরিচয় দেওয়া এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আটককৃত যুবকের নাম তুষার শেখ। তিনি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার একতারপুর শেখপাড়া গ্রামের মৃত জয়নুল শেখের ছেলে।
সেনা সূত্র জানায়, সোনাপুর মোড়ে ভূয়া পুলিশের উপস্থিতির বিষয়টি নিশ্চিত হয়ে কালুখালী সেনা ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তুষারকে কালুখালী থানায় হস্তান্তর করা হয়। থানার এস আই মো. রিপন মোল্লা তাকে গ্রহণ করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুষার জানান, তার বড় ভাই আয়নাল শেখ পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, পুলিশ পরিচয়ে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়তে পারে।
---
0 মন্তব্যসমূহ