Header Ads Widget

অবৈধ বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান: দৌলতদিয়ায় ৫টি ড্রেজার বিকল

 


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মোট পাঁচটি অবৈধ ড্রেজার মেশিন বিকল ও সংযোগ বিচ্ছিন্ন করা হয়।


অভিযানে মরা পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। বিকল করা ড্রেজারগুলোর অবস্থান ছিল:


ফকিরপাড়া, ৮নং ওয়ার্ডে - ১টি


রফুর দোকান সংলগ্ন, ৮নং ওয়ার্ডে - ২টি


সৈদালীপাড়া, ৬নং ওয়ার্ডে - ১টি


সোনাউল্লাহ পাড়া প্রাইমারি স্কুলের সামনে, ৪নং ওয়ার্ডে - ১টি



প্রশাসনের একজন কর্মকর্তা জানান, স্থানীয়দের অভিযোগ ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। অবৈধ বালু উত্তোলনের ফলে নদীভাঙন, পরিবেশ ধ্বংস ও জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে বলে প্রশাসন জানিয়েছে।


উপজেলা প্রশাসন জানিয়েছে, এই ধরনের অবৈধ কার্যক্রম রোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।



---



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ