Header Ads Widget

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর গণমিছিল

 

জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশাল গণমিছিল করেছে। সোমবার (৫ আগস্ট) বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে শহরের আজাদী ময়দানে সমাবেশ শেষে মিছিল বের হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মো. হাসমত আলী হাওলাদার, জেলা কর্মপরিষদ সদস্য মো. হেলাল উদ্দিন, পৌরসভা আমীর ডা. মো. হাফিজুর রহমান, সদর উপজেলা আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সাইয়েদ আহম্মদ খান, গোয়ালন্দ উপজেলা আমীর গোলাম আজম মীর, কালুখালী উপজেলা আমীর মো. আ. রব, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি অ্যাডভোকেট মো. রঞ্জু বিশ্বাস এবং ইসলামী ছাত্র শিবির জেলা সভাপতি মো. আবু তাহের। সমাবেশ পরিচালনা করেন জেলা সেক্রেটারি মো. আলীমুজ্জামান।

সমাবেশে জেলা আমীর নুরুল ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থান শুধুমাত্র নির্বাচনের জন্য হয়নি, বরং সংস্কার ও বৈষম্য দূর করার জন্য হয়েছিল। তিনি দাবি জানান, সংস্কার ছাড়া ও পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া ভোট আয়োজন জাতির সঙ্গে তামাশা হবে। গণহত্যা ও গুম-খুনে জড়িতদের দ্রুত বিচার করে শাস্তি দিতে হবে এবং শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন করতে হবে।

তিনি আরও বলেন, দেশের মানুষ এখন ইসলামিক শাসনব্যবস্থা ও দুর্নীতি-ঘুষমুক্ত প্রশাসন দেখতে চায়। জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সমাবেশ ও গণমিছিলে জেলা জামায়াতসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



প্রতিবেদন : দৈনিক মাতৃকন্

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ