রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে ইসলামপুর ইউনিয়নের হুলাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মোঃ আলভী মল্লিক (০২)। তিনি ওই গ্রামের মোঃ সোহাগ মল্লিকের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বাড়িতে থাকা তিনটি অটোরিকশা ধোয়ার কাজ করছিলেন আলভীর দাদা। খেলার ছলে দাদার কাছে গেলে হঠাৎ করে অটোরিকশার বৈদ্যুতিক চার্জারের লাইনে আলভীর হাত চলে যায়। এসময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঁপতে থাকে। আলভীর দাদী তা দেখে দ্রুত বৈদ্যুতিক লাইন বন্ধ করে দেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, অসাবধানতার কারণে ছোট্ট আলভীর জীবন চলে গেলো। বিদ্যুৎ সংযোগ ব্যবহারে সতর্ক না হলে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটতে পারে। বিশেষ করে শিশুদের হাতের নাগালের বাইরে বৈদ্যুতিক তার ও চার্জার রাখতে হবে।
স্থানীয় বাসিন্দা মোঃ হৃদয় বলেন, “শিশু আলভীর মৃত্যুতে পরিবার শোকে স্তব্ধ হয়ে গেছে। তারা এখনো এ মৃত্যু মেনে নিতে পারছে না।”
ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
তথ্য সূত্রঃ মিঠু মল্লিক, বালিয়াকান্দি টাইমস
---
0 মন্তব্যসমূহ