দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি ও মতানৈক্যের অবসান ঘটিয়ে রাজবাড়ী জেলা বিএনপির দুই গ্রুপ একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি কয়েক ঘণ্টার দীর্ঘ বৈঠকের মাধ্যমে দুই পক্ষ ঐক্যমতে পৌঁছে একসঙ্গে জনসভা করার ঘোষণা দেয়।
বৈঠক শেষে দুই পক্ষের নেতারা সাংবাদিকদের জানান, দলের বৃহত্তর স্বার্থে এবং গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে তারা বিভেদ ভুলে একযোগে কাজ করতে সম্মত হয়েছেন। তারা দলের অভ্যন্তরীণ সকল মতানৈক্য দূর করে আগামী দিনে রাজপথে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
রাজবাড়ী জেলার রাজনৈতিক মহলে এই সমঝোতাকে একটি ইতিবাচক এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নেতারা আশা প্রকাশ করেন যে, এই ঐক্য বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করবে এবং গণতান্ত্রিক আন্দোলনকে ত্বরান্বিত করবে।
বক্তব্য রাখেন:
রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুর আলম দুলাল
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু
যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব
এসময় জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতারা জানান, দলে ঐক্য ফিরিয়ে এনে গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করাই তাদের প্রধান লক্ষ্য।
0 মন্তব্যসমূহ