Header Ads Widget

পাংশা শিল্প ও বনিক সমিতির নির্বাচনে নব নির্বাচিত সভাপতি বাহারাম হোসেন সরদার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ২০২৫ সালের শিল্প ও বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) পাংশা উপজেলা শিল্প ও বনিক সমিতির নির্বাচনে মোট ১৫টি পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় পাংশা পৌরসভার ৪টি বুথে। নির্বাচনে ১ হাজার ৮ শত ৭ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬ শত ৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের মাধ্যমে বাহারাম হোসেন সরদার সভাপতি এবং দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন। নবনির্বাচিত সভাপতি বাহারাম হোসেন সরদার ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন তাদের প্রতিশ্রুতিতে সমিতির উন্নয়ন ও ব্যবসায়িক পরিবেশ আরও সমৃদ্ধ করার জন্য কার্যক্রম হাতে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ