জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা এক দফা দাবিতে টানা ২৬ ঘণ্টা ধরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। গতকাল (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আন্দোলনকারীরা সেখানে অবস্থান করছেন এবং আজ (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায়ও তাদের সেখানে দেখা যায়।
প্রধান ফটকের সামনে প্রায় ৩০ জন আন্দোলনকারী শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। জাতীয় পতাকাবাহী সরকারি গাড়ি সামনে এলে তারা স্লোগান তুলছেন— "এক দুই তিন চার, সব শালার বাটপার।"
আন্দোলনকারীদের দাবি, জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ বা আহত ব্যক্তিদের সঠিকভাবে চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়ে সরকারের পক্ষ থেকে বৈষম্য করা হচ্ছে। তিনটি ক্যাটাগরিতে বিভাজন করায়, তারা মনে করছেন, এতে বৈষম্যের শিকার হচ্ছেন অনেক গুলিবিদ্ধ ব্যক্তি।
আন্দোলনকারীদের অন্যতম নাজমুল আহসান, যিনি কিশোরগঞ্জে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়েছিলেন, তিনি জানান, তাদের দাবি হলো এই বিভাজন না করে দুইটি ক্যাটাগরিতে রাখা হোক। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আহত ব্যক্তিরা ঢাকা আসছেন এবং দুপুর থেকে বিকালের মধ্যে তাদের অবস্থানে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি।
তারা জানান, রাতে খোলা আকাশের নিচেই তারা অবস্থান করেছেন এবং দেশের অন্যান্য স্থান থেকেও আহতরা ঢাকায় এসে আন্দোলনে যোগ দিতে চলেছেন।
0 মন্তব্যসমূহ