Header Ads Widget

আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ হাজার পরিবারে ইফতার সামগ্রী বিতরণ




 আস-সুন্নাহ ফাউন্ডেশন, একটি শিক্ষা, প্রশিক্ষণ, দাওয়াহ ও মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান, প্রতি বছর বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে। তারই ধারাবাহিকতায়, পবিত্র রমজান মাসে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণে উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এ বছর তারা ৩০ হাজার পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের পরিকল্পনা করেছে।


আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে গ্রামাঞ্চল ও শহরের অনেক মানুষ কঠিন অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। বিশেষ করে রমজান মাসে তাদের এই কষ্ট আরও বেড়ে যায়। তাদের এই কষ্ট কিছুটা লাঘবের জন্যই তারা ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন।


তিনি আরও জানান, একটি ছোট পরিবারের মাসব্যাপী ইফতারের চাহিদা পূরণের জন্য আট কেজির প্যাকেজ প্রস্তুত করা হয়েছে। এখন পর্যন্ত ১২ হাজার প্যাকেট বিভিন্ন গ্রামে পৌঁছে দেওয়া হয়েছে, এবং ফান্ড আসার সাপেক্ষে বাকি ১৮ হাজার প্যাকেট বিতরণ করা হবে।


সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, প্রথম ধাপে ১২ হাজার ৮০টি প্যাকেজ প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে ছিল ২৪ টন ছোলা, ২৪ টন মশুর ডাল, ১২ টন খেজুর, ১২ টন চিনি, ১২ টন মুড়ি এবং ১২ হাজার লিটার সয়াবিন তেল। এই ইফতার সামগ্রী দেশের ৬৪ জেলার ১৭৭টি প্রত্যন্ত ও দুর্গম স্থানে বিতরণ করা হবে।


আস-সুন্নাহ ফাউন্ডেশনের একজন প্রতিনিধি সাব্বির আহমদ জানান, ইফতার সামগ্রী বিতরণের ক্ষেত্রে দরিদ্র এলাকা যেমন- নদীভাঙন, দুর্গম পাহাড়ি, চর অঞ্চল, বন্যা ও ঘূর্ণিঝড়প্রবণ এলাকা, চা-শ্রমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাসরত এলাকায় বিশেষ নজর দেওয়া হয়েছে।


২০১৮ সাল থেকে রমজানে ইফতার সামগ্রী বিতরণ করে আসছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এ পর্যন্ত ১ লাখ ২০ হাজার ৫৮৫ জন রোজাদারের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ