মৃত স্বামীর ঋণের দায়ে তিন এতিম সন্তানের মা পপি খাতুনকে কারাগারে পাঠানোর ঘটনায় হাইকোর্ট দুই বিচারককে তলব করেছে। ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম এ সাঈদ এবং অর্থঋণ আদালতের বিচারক এ কে এম রফিকুল হাসানকে আগামী ৬ মার্চ সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
একই সঙ্গে ব্র্যাক ব্যাংক ফরিদপুরের বোয়ালমারী শাখার ব্যবস্থাপককেও তলব করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন এবং পপি খাতুনকে জামিন মঞ্জুর করেন। সহকারী অ্যাটর্নি জেনারেল জামিউল হক ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন।
0 মন্তব্যসমূহ