Header Ads Widget

ফরিদপুরে মৃত স্বামীর ঋণের দায়ে স্ত্রী কারাগারে এই ঘটনায়, দুই বিচারককে তলব করল হাইকোর্ট

 



মৃত স্বামীর ঋণের দায়ে তিন এতিম সন্তানের মা পপি খাতুনকে কারাগারে পাঠানোর ঘটনায় হাইকোর্ট দুই বিচারককে তলব করেছে। ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম এ সাঈদ এবং অর্থঋণ আদালতের বিচারক এ কে এম রফিকুল হাসানকে আগামী ৬ মার্চ সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।


একই সঙ্গে ব্র্যাক ব্যাংক ফরিদপুরের বোয়ালমারী শাখার ব্যবস্থাপককেও তলব করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন এবং পপি খাতুনকে জামিন মঞ্জুর করেন। সহকারী অ্যাটর্নি জেনারেল জামিউল হক ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ